লালমনিরহাটে যুবলীগ নেতাসহ আটক ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৯ আগস্ট ২০১৮

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জঙ্গি সন্দেহে যুবলীগ নেতাসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) এর সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠান হয়েছে বলে র‌্যাব-১৩ রংপুর কার্যালয়ের একটি সূত্র জানায়। এর আগে বুধবার রাতে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি আপেল হোসেন (৩২), উপজেলার সাহেব ডাঙ্গা এলাকার শফিক হোসেন (৩০), একই এলাকার মোকলেছার রহমান (৩৫), উপজেলার জোংড়া ইউনিয়নের কাফির বাজার এলাকার সেলিম হোসেন (২৮) ও একই উপজেলার কালিরহাট এলাকার জাহিদ হোসেন (৩০)।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজুন সাজ্জাত হোসেন বলেন, র‌্যাব ১৩- রংপুরের একটি দল পাটগ্রামে পাঁচজনকে আটক করেছে। আটককৃতদের র‌্যাব-১৩ রংপুর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

রবিউল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।