গাইবান্ধায় বাস উল্টে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১০ আগস্ট ২০১৮
প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্যাপুরে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী অপু এন্টারপ্রাইজ যাত্রীবাহী কোচ ধাপেরহাটের আরভি কোল্ডস্টোর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।