দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১১ আগস্ট ২০১৮

পটুয়াখালীর বাউফল উপজেলায় ১০টি দেশীয় অস্ত্র ও ২৫ পিচ ইয়াবাসহ মো. মেজবা উদ্দিন হাসান খুররম (৩৫) নামের এক যুবকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার ভোরে উপজেলার ধুলিয়া ইউনিয়নের বক্তার বাড়ি চৌরাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৮ ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. হাছান আলী একপ্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাউফলের ধুলিয়া ইউনিয়নের বক্তার বাড়ী চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৫টি রামদা, ৩টি চাপাতি, ছুরি, দা, ২৫ পিছ ইয়াবা ও১টি মোবাইল সেটসহ সন্ত্রাসী মো. মেজবা উদ্দিন হাসান খুররমকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বাউফল থানায় একটি অস্ত্র ও মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃত যুবক বাউফলের কমলাপুর এলাকার মো. আলতাফ হোসেনের ছেলে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।