বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১৪ আগস্ট ২০১৮

শেরপুরে নকলা উপজেলার পাইশকা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাহিদ মিয়া (২৫) নামে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ বাস যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক নাহিদ শেরপুর সদরের বাজিতখিলা এলাকার মৃত ফকির মিয়ার ছেলে।

Sherpur-Road-Accident-1

নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী মালবাহী ট্রাকের সঙ্গে নালিতাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালকসহ ২০ বাসযাত্রী আহত হলে তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক নাহিদ মারা যান।

দুর্ঘটনা পর শেরপুর-ঢাকা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও দমকল বিভাগের উদ্ধারকারী দল দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

হাকিম বাবুল/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।