কোরবানি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৭ আগস্ট ২০১৮

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়ন থেকে মানিক মন্ডল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সিডিখান ইউনিয়নের বটতলা এলাকার মনোরঞ্জন মন্ডলের ছেলে মানিক মন্ডল সম্প্রতি তার ফেসবুকে হজরত মুহাম্মদ (স.) ও কোরবানি সম্পর্কে আপত্তিকর স্ট্যাটাস দেন। এরপর এলাকায় সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। মানিককে আটকের দাবি ওঠে। পরে বৃহস্পতিবার গভীর রাতে মানিককে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। শুক্রবার সকালে মানিকের বিচারের দাবিতে কালকিনি থানার সামনে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করে বলেন, মানিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।