মাধবপুরে খালে অর্ধগলিত মরদেহ
হবিগঞ্জের মাধবপুরে একটি খালের পাড় থেকে অজ্ঞাত (২৫) যবুকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বাঘাসুরা গ্রামের কামাড় খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, স্থানীয় ইউপি সদস্য কামাল মিয়ার মাধ্যমে খবর পেয়ে সকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহম্মেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ৪-৫দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি এখানে এনে খালের পাড়ে ফেলে রাখে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় নিশ্চিত করা যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও মরদেহের পরিচয় জানতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
সুরতহাল প্রস্তুতকারী এসআই কামাল হোসেন জানান, উদ্ধার করা মরদেহটি প্রায় অর্ধগলিত। মুখসহ শরীরের বিভিন্ন স্থান বিকৃত হয়ে গেছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএ/জেআইএম