পুড়ে গেল মৎস্যজীবীর ঘর-বাড়ি
পিরোজপুরে পাড়েরহাট বাদুরা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মৎস্যজীবীর বসতঘর পুড়ে গেছে। আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তটি পরিবারটি। বৃহস্পতিবার ভোররাতে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
পুড়ে যাওয়া বসত ঘরের মালিক ও মৎস্যজীবী নুরুল ইসলাম পশারী জানান, ভোরে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর বসত-ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুন আরও ভয়াবহ রূপ নেয়। অল্প সময়ের মধ্যে আগুনে বসত-ঘরসহ ৩টি স্থাপনা পুড়ে যায়। স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পাড়েরহাট মৎস্য বন্দর মৎস্যজীবী সমিতির সেক্রেটারি মোস্তফা আকন জানিয়েছেন, ঘটনাস্থলে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। তবে এ আগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হাসান মামুন/এমএএস/এমএস