গায়ের জোরে বললে হবে না : মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৩ আগস্ট ২০১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনী ও রাজনৈতিক সংকট তৈরি করেছে আওয়ামী লীগ। সামনে নির্বাচন, গায়ের জোরে বললে হবে না। আলোচনার মাধ্যমে সংকট দূর করতে হবে। সংলাপে বসতে হবে। দলীয় সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

কারাগারে ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দলীয় নেতাকর্মীদের দেখা করতে না দেয়া স্বৈরাচারী মনোভাব মন্তব্য করে ফখরুল বলেন, বিরোধীদলকে রাস্তায় নামতে দেয় না সরকার। সভা-সমাবেশের অনুমতি দেয় না। এরপরও শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করে যাচ্ছে বিএনপি।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা, সদর উপজেলা, পৌর বিএনপি ও যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিউল এহসান রিপন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।