চুয়াডাঙ্গায় ১৮ লাখ ভারতীয় রুপিসহ আটক ১
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত থেকে ১৭ লাখ ৯৩ হাজার ৩২০ ভারতীয় রুপিসহ হেলাল উদ্দীন (৪৬) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
বুধবার বেলা ১১টার দিকে ভারত থেকে বাংলাদেশে আসার সময় তাকে আটক করা হয়। আটক হেলাল উদ্দীন ঢাকা জেলার সাভার উপজেলার বাইদগাও গ্রামের মৃত ইউনুচ আলীর ছেলে।
দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল বারী জানান, বিজিবি সদস্যরা ওই ব্যক্তির দেহ এবং ব্যাগ তল্লাশি করে ১৭ লাখ ৯৩ হাজার ৩২০ রুপি উদ্ধার করেন। আটক হেলালকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।
সালাউদ্দিন কাজল/এফএ/পিআর