ভিজিএফ’র ২৬শ কেজি চাল পুকুরে ফেলার ঘটনায় মামলা, অডিও ফাঁস
ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামে ২৬শ কেজি চাল পুকুরে ফেলার ঘটনায় মামলা হয়েছে। বুধবার ঝিনাইদহ পিআইও অফিসের কার্য-সহকারী জাহিদ হাসান বাদী হয়ে মামলাটি করেছেন।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, চাল ব্যবসায়ী আজিজুল ইসলাম শাহকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেছেন ঝিনাইদহ পিআইও অফিসের কার্য-সহকারী জাহিদ হাসান।
আজিজুল ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
এদিকে আজিজুল ইসলাম শাহের চাল কেনার অডিও রেকর্ড ফাঁস হয়ে গেছে। অডিও রেকর্ড থেকে জানা গেছে, সবুজের মাধ্যমে মহারাজপুর ইউনিয়নের ৫২ বস্তা ও সাইফুলের মাধ্যমে নলডাঙ্গা ইউনিয়নের ভিজিএফ’র চাল কেনেন আজিজুল ইসলাম।
আহমেদ নাসিম আনসারী/আরএআর/জেআইএম