নাটোরে আ.লীগের ৪৫ নেতাকর্মী কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২৯ আগস্ট ২০১৮

নাটোরের গুরুদাসপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবেশ নিয়ে পুলিশের উপর হামলার মামলায় জেলা পরিষদের এক সদস্যসহ উপজেলা আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার দুপুরে আসামিরা আদালতে হাজির হয়ে জামিনাদেশ বর্ধিত আবেদন করলে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল ইসলাম তাদের জামিন বাতিল করে জেলহাজতে পাঠান।

জানা যায়, ২০১৭ সালের ১১ মে গুরুদাসপুর উপজেলার সমন্বয় সভায় প্রবেশ করা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন পুলিশসহ আহত হন অন্তত ১০ জন। এ ঘটনায় ১২ মে শুক্রবার সকালে গুরুদাসপুর থানা পুলিশের এসআই সাইদুজ্জামান বাদী হয়ে পৌরমেয়র শাহনেওয়াজ আলী মোল্লাসহ আওয়ামী লীগের ৬৭ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় আসামিরা এতদিন জামিনে ছিলেন।

বুধবার পুনরায় হাজির হয়ে জামিনাদেশ বর্ধিত করার আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। এতে গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গুরুদাসপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জেলা পরিষদ সদস্য মেহেদী হাসানসহ ৪৫ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলার প্রধান আসামি পৌরমেয়র শাহনেওয়াজ আলী মোল্লা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

রেজাউল করিম রেজা/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।