কাগজপত্র ঠিক থাকলেই হেলমেট ফ্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৮

নিরাপদ সড়ক চাই আন্দোলনের জয়পুরহাট শাখার আয়োজনে মোটরসাইকেল আরোহীদের একটি করে হেলমেট, গাছ, গোলাপ ফুল ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে জেলা শহরের জিরো পয়েন্টে মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে যাদের কাগজপত্র ঠিক ছিল তাদের বিনামূল্যে হেলমেট ও ফুল উপহার দেয়া হয়।

পরে নিরাপদ সড়ক চাই-এর জয়পুরহাট শাখার আহ্বায়ক ও জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বেদারুল ইসলাম বেদীনের সভাপতিত্বে অলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন- জয়পুরহাটের পুলিশ সুপার রশীদুল হাসান, সদর থানার ওসি সেলিম হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক মুনির হোসেন, জেলা জাপার সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানা, সাংবাদিক মোমেন মুনি ও শ্রমিক নেতা মীর শহীদ ফরহাদ প্রমুখ।

রাশেদুজ্জামান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।