সাতক্ষীরায় অস্ত্র গুলিসহ যুবদল নেতা আটক
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম বুলিকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ। রোববার (২ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, রফিকুল ইসলাম বুলি প্রতাপনগর ইউনিয়ন যুবদলের সভাপতি। দুই রাউন্ড গুলি ও একটি পিস্তলসহ তাকে আটক করা হয়েছে।
আকরামুল ইসলাম/এএইচ/এসআর