জনপ্রতিনিধিদের রাজনৈতিক হস্তক্ষেপ না করার অঙ্গীকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৮

নাটোরের মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে একমত হয়েছেন স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা। প্রশাসন স্বাধীনভাবে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করাসহ মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ, রুট পারমিট, গাড়ির কাগজপত্র পরীক্ষা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

সোমবার দুপুরে নাটোর সার্কিট হাউজে নাটোর জেলায় নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে সম্ভাবনা তৈরি শীর্ষক সেমিনারে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে বেলা ১১টায় গত ২৫ আগস্ট নাটোরের লালপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তাদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাইদুজ্জামান ১২ দফা সুপারিশ সংবলিত এই তদন্ত রিপোর্ট জেলা প্রশাসক শাহিনা খাতুনের কাছে হস্তান্তর করেন। তদন্ত রিপোর্ট সম্পর্কে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাইদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার জন্য মূলত বাস চালকের চেয়ে লেগুনার চালকই বেশি দায়ী। প্রত্যক্ষদর্শী দুর্ঘটনায় পতিত হওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

nator1

তিনি বলেন, এছাড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনা বন্ধে ১২টি সুপারিশ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ফিটনেসবিহীন গাড়ি চালানো বন্ধ করা, চালকের লাইসেন্স ও প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করা, দ্রুত গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ, ওভার টেকিং বন্ধ করা, অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ন্ত্রণ, ক্ষতিগ্রস্ত সড়ক মোরামত, নির্বিঘ্নে ড্রাইভিং লাইসেন্স প্রদান, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, সিগন্যাল বোর্ড তৈরি করাসহ পুলিশি কার্যক্রম জোরদার করা।

অপরদিকে দুপুরে নাটোর জেলায় নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে সম্ভাবনা তৈরি শীর্ষক সেমিনারে জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ২৫ আগস্ট সড়ক দুর্ঘটনার পর থেকে শনিবার পর্যন্ত শাতধিক মামলা দায়ের ও জরিমানা আদায়সহ মহাসড়কগুলোতে থ্রি-হুইলার চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে স্থানীয় থ্রি-হুইলার চালকদের তদবির প্রেক্ষিতে নাটোর-০৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস গত ৩১ আগস্ট ঘোষণা দিয়েছিলেন মহাসড়কে থ্রি হুইলার চলবে। তিনি বড়াইগ্রাম-গুরুদাসপুর এলাকায় সকল প্রকার থ্রি-হুইলার চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করাসহ ভ্রাম্যমাণ আদালত বন্ধ করার নির্দেশ দেন।

nator1

অপরদিকে নাটোর-০২ (সদর) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল মোবাইল কোর্ট বন্ধে জেলা প্রশাসনকে চাপ দেন। কিন্তু প্রশাসন নিয়মিতভাবে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার নাটোর সার্কিট হাউজে নাটোর জেলায় নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে সম্ভাবনা তৈরি শীর্ষক সেমিনারের আহ্বান করেন।

জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, নাটোর-০১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

সভায় সকলেই সড়ক নিরাপদ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করাসহ মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে একমত পোষণ করেন। জনপ্রতিনিধিরা ঘোষণা দেন এ বিষয়ে তারা কোনোরুপ রাজনৈতিক হস্তক্ষেপ করবেন না।

রেজাউল করিম রেজা/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।