আমরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮

লক্ষ্মীপুরের মান্দারীতে ব্যবসায়ী পরিবারকে মামলা-হামলা ও হত্যার হুমকি দিয়ে জমি থেকে উচ্ছেদের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার দুপুরে মান্দারী বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে মো. সেলিম বলেন, মান্দারী বাজারের গরু হাটায় ১০ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে ক্রয় করে আমরা ভোগদখল করে আসছি। কিন্তু সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বটতলী গ্রামের আবু তৈয়ব ফিরোজ ওই জমি দখল করার জন্য ষড়ষন্ত্র করছে। সম্প্রতি ফিরোজ লোকজন নিয়ে আমাকে ও আমার প্রবাসী ভাই সজিব হোসেনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছে। এছাড়া আমার পরিবারসহ স্বজনদের ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। এর থেকে পরিত্রাণ পেতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে সেলিমের বাবা আবদুর রাজ্জাক, চাচা মো. হাসান, সেলিমের স্ত্রী রিনা আক্তার, মা শিল্পী বেগম ও ভাই মো. সজিব উপস্থিত ছিলেন।

কাজল কায়েস/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।