শিশুকে ছিটকে ফেলা বাসের মালিক ও চালকের জামিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

কুষ্টিয়া চৌড়হাস মোড় এলাকায় মা রিনা খাতুনসহ শিশু আকিফাকে ধাক্কা দেয়া ফয়সাল গঞ্জেরাজ বাসের মালিক ও চালককে জামিন দিয়েছেন আদালত।

সোমবার দুপুর পৌনে ১২টায় কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত তাদের জামিন দেন। জামিনপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাসের মালিক জয়নাল আবেদীন ও চালক মহিদ মিয়া ওরফে খোকন।

মামলার তদন্ত কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন কাদেরি বলেন, রোববার জয়নাল আবেদীনকে গ্রেফতার করে র্যাব। সকালে জয়নালকে আদালতে পাঠানো হয়। একই সঙ্গে বাসের চালক মহিদ মিয়া আদালতে আত্মসমর্পণ করেন। দুইজনের আইনজীবী জামিনের আবেদন করলে জামিন মঞ্জুর করেন আদালত।

গত ২৮ আগস্ট ফয়সাল গঞ্জেরাজ নামের বাসটি কুষ্টিয়ার চৌড়হাস মোড় এলাকায় ওই শিশুসহ তার মাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আকিফা গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলায় বাসের মালিক, চালকসহ তিনজনকে আসামি করা হয়েছে। এর আগে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড থেকে পরিত্যক্ত অবস্থায় বাসটি জব্দ করে পুলিশ।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।