নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাস খালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে বাসা থাকা ১৩ যাত্রী আহত হন। সোমবার বিকেলে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের লিডার আবুল কালাম জানান, বিকেলে মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা বিআরটিসির যাত্রীবাহী বাস বরিশাল যাওয়ার পথে ভান্ডারিয়া উপজেলার ইকড়ি বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ১৩ জন আহত হন। তাৎক্ষণিক আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পর পর বাস চালক, সুপার ভাইজার ও হেলপার পলাতক রয়েছে বলে জানান তিনি।

হাসান মামুন/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।