নাটোরে পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

নাটোরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ এবং যুবক আরমান হত্যা মামলায় পৃথক রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ মাইনুল ইসলাম এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম পৃথক এই দুটি মামলার রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আলাল উদ্দিন, সুমন আলী, আব্দুল আলিম।

মামলার অভিযোগ, ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর সদর উপজেলার একটি গ্রামে প্রতিবন্ধী শিশুটি বাড়িতে খেলাধুলা করছিল। এ সময় বাড়িতে একা পেয়ে প্রতিবেশী আলাল উদ্দিন ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে শিশুটির বাবা বাদী হয়ে আলাল উদ্দিনকে আসামি করে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণে দোষী সাবস্ত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ মাইনুল ইসলাম তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার রামনগর এলাকায় আরমান আলী নামে এক যুবককে কয়েকজন সহযোগী বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতের কোনো এক সময় তাকে হত্যা করে বাঁশ বাগানে মরদেহ ফেলে রেখে যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় আরমানের বাবা আব্দুস সালাম বাবলু মেম্বার বাদী হয়ে ৫ জনকে আসামি করে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম রামনগর এলাকার মোতাহার আলীর ছেলে সুমন আলী এবং কালা মিয়ার ছেলে আব্দুল আলিমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

রেজাউল করিম রেজা/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।