শপিং ব্যাগে নবজাতক ফেলে গেল কে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৭:১১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮

বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন সড়ক থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ব্যাপ্টিস্ট মিশন গির্জা সংলগ্ন সড়কের পাশ থেকে শপিং ব্যাগে থাকা নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ জানান, স্থানীয়রা শপিং ব্যাগে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ সংরক্ষণের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানান, নবজাতকের বয়স একদিন হবে। এরই মধ্যে তার চোখ ও নাকে পিঁপড়ার আক্রমণে ক্ষত সৃস্টি হয়েছে। ধারণা করা হচ্ছে অবৈধ মেলামেশার কারণে শিশুটির জন্ম হয়েছে।

এরপর অভিভাবকরা শুক্রবার রাতের কোনো এক সময় নবজাতকটিকে ব্যাপ্টিস্ট মিশন গির্জা সংলগ্ন সড়কের দেয়ালের পাশে ফেলে গেছে। নবজাতকটির বাবা-মায়ের পরিচয় শনাক্ত করতে আশপাশের বাড়িতে খোঁজ নেয়া হচ্ছে।

সাইফ আমীন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।