আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:৫১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮

নওগাঁর রানীনগর উপজেলায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার তারাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন রানীনগর উপজেলার নান্দাই গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমায়েদুল জাহেদি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস দিনাজপুর যাচ্ছিল। পথিমধ্যে তারাপুর নামক স্থানে আবুল হোসেন অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিলেন। এসময় তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আব্বাস আলী/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।