কারাগারে অসুস্থ শিমুল বিশ্বাস, দ্রুত সুচিকিৎসার দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮

উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুচিকিৎসা করা হচ্ছে না বলে অভিযোগ করেছে পাবনা জেলা বিএনপি। সোমবার পাবনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা। তিনি বলেন, গত ৮ ফেব্রুয়ারি শিমুল বিশ্বাসকে গ্রেফতার করা হয় এবং এখন তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। তার বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১১০টি মিথ্যা মামলা দায়ের করে হয়েছে। তাকে হয়রানি করা হচ্ছে। তিনি হার্টে ছিদ্র, কিডনির সমস্যা, প্রোস্টেড, উচ্চ রক্তচাপ, চোখের সমস্যাসহ ডায়াবেটিস রোগে আক্রান্ত। তার দ্রুত সুচিকিৎসা করা না হলে ধীরে ধীরে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়বেন। অবিলম্বে শিমুল বিশ্বাসের সুচিকিৎসার দাবি জানান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুস সামাদ খান মন্টু, সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির সহ-সভাপতি তৌফিক হাবিব, অ্যাডভোকেট মাসুদ খন্দকার, কেন্দ্রীয় মহিলা দল নেত্রী খায়রুন্নেছা খানম, জেলা বিএনপির সহ-সভাপতি শেখ তুহিন, পৌর বিএনপির সভাপতি সাবির হাসান বাচ্চু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু প্রমুখ উপস্থিত ছিলেন।

একে জামান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।