নৌকা থেকে পড়ে প্রাণ গেল পলাশের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পাগলা নদীতে ডুবে পলাশ আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্যামপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পলাশ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগরের চান্দু আলীর ছেলে।

শিবগঞ্জ থানা পুলিশের ওসি (অপারেশন) কবির হোসেন জানান, সকালে রাজমিস্ত্রির কাজে বাড়ি থেকে বের হন পলাশ আলী। কাজ শেষে বেলা পৌনে ১২টার দিকে উমরপুর পাগলা নদী ঘাটে বাইসাইকেল নিয়ে নৌকা যোগে বাড়ি ফিরছিলেন। এসময় নদীতে পড়ে পলাশ আলী ডুবে যান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় পলাশের মরদেহ উদ্ধার করা হয়।

মোহা. আব্দুল্লাহ/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।