সাগরে দুই ট্রলার ডুবির ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

বৈরি আবহাওয়ার কারণে উত্তাল সাগরে দুটি ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ইছাহাক ফরাজি (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এছাড়া অপর একজন নিখোঁজ রয়েছেন।

পিরোজপুর জেলা মৎস্য ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন উকিল বিষয়টি নিশ্চিত করেছেন।

সমিতির জেলা সভাপতি বাবু কমল দাস জানিয়েছেন, উত্তাল সাগরে মাছ ধরার সময় শুক্রবার সকালে পাড়েরহাট মৎস্য বন্দরের আওতাধীন মধু মাঝির ‘এফবি আকবর’ নামের ট্রলারটি ১৮ জন লোক নিয়ে ডুবে যায়। অন্য ট্রলারের সাহায্যে ট্রলার মালিক মধু মাঝিসহ ১৭ জন তীরে আসতে সক্ষম হন। তবে ট্রলার মিস্ত্রী নিখোঁজ হন। তার বাড়ি জেলার ইন্দুরকানী উপজেলার টগড়া গ্রামে।

অপরদিকে ১৬ জন জেলে ও মাঝিসহ ‘এফবি ইসরাত জাহান’ নামের ট্রলারটি ডুবে ইন্দুরকানীর কালাইয়া গ্রামের ইছাহাক ফরাজির মৃত্যু হয়েছে। তবে ট্রলারের অন্য ১৫ জন ভারতের সীমানায় ভেসে গেলে সে দেশের লোকেরা তাদের উদ্ধার করে। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন।

হাসান মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।