পিরোজপুরে কচুয়াকাঠী ব্রিজ ভেঙে খালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ১১:১০ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৮

পিরোজপুরের কাউখালী উপজেলায় কচুয়াকাঠী খালের ওপর আয়রন ব্রিজটি ভেঙে শহরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

শুক্রবার বিকেলে ব্রিজটির আংশিক ডেবে যায়। পরে প্রবল বর্ষণ ও জোয়ারের স্রোতে ব্রিজটি মাঝখানে ভেঙে খালে পড়ে যায়। ফলে ব্রিজ দিয়ে চলাচলকারী হাজার হাজার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে। সিমেন্টের ঢালাই দেয়া ব্রিজের নিচের ক্রস অ্যাঙ্গেলগুলো মরিচা ধরে ব্রিজটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ২০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কচুয়াকাঠী খালের ওপর এ আয়রন ব্রিজ নির্মাণ করে। তবে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই প্রতিদিন এস বি সরকারি বালিকা বিদ্যালয়, আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কাজী হারুন আর-রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ দুর্ঘটনার শঙ্কা মাথায় নিয়ে প্রতিদিন চলাচল করছেন। এ ছাড়া ব্রিজটি দিয়ে কাউখালী খাদ্য গোডাউনের মালামাল পরিবহন করা হয়।

স্থানীয় ডিলার বাবুল সিকদার বলেন, ব্রিজটি ফাটল ধরে ঝুঁকিপূর্ণ হওয়ায় লাল পতাকা গেড়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে সাধারণ মানুষ এতোদিন ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে যাতায়াত করছিল। বিকেলের দিকে হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে।

কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন জানান, ব্রিজটি এলজিইডির আওতাধীন কচুয়াকাঠী খালের উপর নির্মিত পুরাতন একটি আয়রন ব্রিজ। প্রথমে এটির মাঝ বরাবর ডেবে যায়, পরে ভেঙে খালে পড়ে যাওয়ায় সড়ক পথে যাতায়াত বন্ধ হয়ে গেছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাতের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে শুক্রবার দুপুরে কাউখালী এলজিইডির উপজেলা প্রকৌশলী হরষিত সাহা ব্রিজটি পরিদর্শন করে বলেন, মানুষের চলাচলের জন্য ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কারে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

হাসান মামুন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।