ডিমলায় বিলুপ্ত ছিটমহলের ৩ ইউনিয়নে তফসিল ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

নীলফামারীর বিলুপ্ত ৪ ছিটমহলে মামলার কারণে স্থগীত হওয়া ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ ঘোষণায় বলা হয়েছে, নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী, টেপাখড়িবাড়ী ও খগাখড়িবাড়ী ইউনিয়নে আগামী ২১ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমাদানের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ও মনোনয়ন বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। এছাড়া ৪ অক্টোবরের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে।

ডিমলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আক্তার বানু বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহিদুল হাসান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।