৫ লাখ টাকার বার্মিজ সিগারেটসহ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪৯ হাজার ৬০০ পিস বার্মিজ সিগারেটসহ নুর হাসিম (১৯) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-৭। সোমবার বিকেলে টেকনাফ থানাধীন পূর্ব সাতঘড়িয়াপাড়ার নয়াবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক নুর হাসিম টেকনাফের বালুখালী ক্যাম্পের ব্লক জি-৩০ এর বাসিন্দা মৃত আবুল শামার ছেলে । এ সময় সাতঘড়িয়াপাড়ার নয়া বাজার এলাকার আলী আহম্মদের ছেলে জয়নাল আবেদীন (৩৬) সুকৌশলে পালিয়ে যান।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান জানান, টেকনাফের পূর্ব সাতঘড়িয়াপাড়া নয়াবাজার এলাকায় কিছু চোরাকারবারী মিয়ানমার থেকে আনা বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বার্মিজ সিগারেট মজুদ করেছে- এমন খবর পেয়ে বিকেলে অভিযান চালানো হয়। লে. মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে র্যাবের আভিযানিক দল ঘটনাস্থল থেকে নুর হাসিমকে আটক করে। এ সময় তার অপর সহযোগী জয়নাল আবেদীন সুকৌশলে পালিয়ে যান। আটক নুর হাসিমের বসতঘর তল্লাশি করে ৪৯ হাজার ৬০০ পিস বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য ৪ লাখ ৯৬ হাজার টাকা।

তিনি আরও জানান, নূর হাসিম ও জয়নাল মিলে দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে অবৈধভাবে মিয়ানমার থেকে সিগারেট নিয়ে এসে পরবর্তীতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। এ ঘটনায় মামলা করে নূর হাসিমকে ও জব্দকৃত মালামাল টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।