ট্রাকের টুলবক্সে ১০ হাজার পিস ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ট্রাক চালক ও চালকের সহকারীকে গ্রেফতার করেছে। এ সময় ইয়াবা পরিবহনের দায়ে ট্রাকটিও জব্দ করে।

মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে হ্নীলা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন- ট্রাক চালক নারায়নগঞ্জের পতুল্লায় বসবাসকারী বরগুনা জেলার আমতলী আঠার গাছিয়া এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ আল আমিন (৪০) ও চালকের সহকারী শরীয়তপুর জেলার নড়িয়া সালই এলাকার কালাচান বেপারীর ছেলে মো. মনির হোসেন (২৮)।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, টেকনাফ-কক্সবাজার সড়ক দিয়ে ইয়াবার একটি চালান পাচারের হচ্ছে এমন খবরে উপজেলার হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের সামনের সড়কে গাড়ি তল্লাশি চৌকি বসায় পুলিশ। এ সময় টেকনাফ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকের টুলবক্সে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে চালক ও চালকের সহকারীকে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, ইয়াবা জব্দের ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।