হিলিতে ৯ দিনের আমদানি-রফতানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরে হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা নয় দিন আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

ভারতের হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত সাহা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বুধবার বিকেলে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে এই তথ্য জানানো হয়েছে।

ভারতের হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের ওই চিঠিতে জানানো হয়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ১২ অক্টোবর শুক্রবার থেকে ২০ অক্টোবর শনিবার পর্যন্ত ভারত থেকে কোনোও পণ্য বাংলাদেশে রফতানি করা হবে না। একই সঙ্গে বাংলাদেশ থেকেও কোনো পণ্য ভারতে আমদানি করা হবে না। এই ৯দিন বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। ২১ অক্টোবর রোববার থেকে বন্দর দিয়ে আবার আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১২ অক্টোবর শুক্রবার থেকে ২০ অক্টোবর শনিবার পর্যন্ত টানা ৯দিন আমদানি রফতানি বন্ধ রাখার সিন্ধান্তের বিষয়টি এক চিঠির মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। সে কারণে আমাদেরও এরকম সিদ্ধান্ত আসবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ভারতীয় ব্যবসায়ীরা বন্দর দিয়ে একটানা ৯দিন আমদানি রফতানি বন্ধের ঘোষণা দিলেও পূজার সরকারি ছুটির দিন ব্যতিত বাকি সময় বন্দরের কার্যক্রম চালু থাকবে। সেই সঙ্গে ব্যবসায়ীরা বন্দরে আটকে থাকা কাঁচাপণ্যসহ সব ধরনের পণ্য বন্দর থেকে খালাস করতে পারবেন।

এমদাদুল হক মিলন/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।