মহেশখালীর মেয়রের ভাইসহ বিএনপির ১০ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৪৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮

কক্সবাজারের মহেশখালীতে নাশকতার পরিকল্পনা ও পুলিশের ওপর হামলার চেষ্টার অভিযোগে মহেশখালী পৌর মেয়র ও আওয়ামী লীগ সভাপতি মকছুদ মিয়ার ছোট ভাই ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারীসহ বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ সেপ্টম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোরকঘাটা বাজারের লামারবাজারে একটি দলীয় বৈঠক থেকে তদের আটক করে পুলিশ। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি প্রদীপ কুমার দাশ জানান, সরকারবিরোধী নাশকতার সৃষ্টির জন্য বিএনপির বেশকিছু নেতাকর্মী গোরকঘাটা লামার বাজারের একটি আস্তানায় বৈঠক করার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ অভিযান চালিয়ে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারীসহ ১০ জনকে আটক করে। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়।

ওসি বলেন, আটককৃতরা থানায় রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

অপরদিকে বিএনপির একাধিক সূত্র দাবি করে, অাটককৃত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে মিটিং করার সময় পুলিশ বিনা উস্কানিতে তাদের ধরপাকড় করে অাটক করেছে।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।