ধুনটে বিএনপির ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বগুড়ার ধুনট উপজেলায় এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এলাঙ্গী ইউনিয়ন প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেনকে কুপিয়ে জখমের অভিযোগে রোববার দুপুরে থানায় এ মামলা দায়ের করা হয়।
মামলার অভিযোগ, ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে বাউল গানের আসর বসে। ওই গ্রামের শহিদুর রহমানের ছেলে মুক্তার হোসেন (১৯) নামে প্রজন্মলীগ নেতা বাউল গান শুনে রাত দেড়টায় বাড়ির দিকে রওনা হন। পথে এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পলাশসহ বিএনপির নেতাকর্মীরা মুক্তার হোসেনকে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত মুক্তারকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মুক্তার হোসেনের বাবা শহিদুর রহমান বাদী হয়ে এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ৩১ জনের নাম উল্লেখসহ আরো ২০ জন অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগের বিষয়ে এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী বলেন, মুক্তার হোসেনকে মারধরের ঘটনায় বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিলেন না। রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, প্রাথমিক তদন্তে মুক্তার হোসেকে মারধরের ঘটনার সত্যতা পেয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
লিমন বাসার/আরএ/জেআইএম