আঞ্চলিক কমান্ডারসহ ৫ জেএমবি সদস্য গ্রেফতার
নাটোরের বড়ইগ্রাম উপজেলার ভবানীপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আঞ্চলিক কমান্ডার জুবায়ের হোসেনসহ সক্রিয় পাঁচ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় গ্রেফতারদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
রোববার বেলা ১১টার দিকে গ্রেফতারকৃতদের নাটোর র্যাব কার্যালয়ে হাজির করা হয়। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার জুবায়ের হোসেন দোগাছী গ্রামের মৃত্য আজিম উদ্দিনের ছেলে। গ্রেফতারকৃত অন্যরা হলেন- একই এলাকার মোস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলাম, আলা উদ্দিন আব্বাস, জাকারিয়া।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ইউনিটের কোম্পানি কমান্ডার এএসপি আজমল হোসেন জানান, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শনিবার রাতে ১টার দিকে বড়াইগ্রাম ভবানিপুর গ্রামে অভিযান চালিয়ে ৭টি উগ্রবাদি বই ও বেশ কিছু লিফলেটসহ জেএমবির পাঁচ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে ।
রেজাউল করিম রেজা/আরএ/পিআর