খেলতে গিয়ে নদীতে পড়ে শিশু নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গড়াই নদীতে জোবায়ের নামে দুই বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার সকাল ১০টার দিকে শিশু জুবায়ের খেলতে গিয়ে অসাবধানতা বশত নদীতে পড়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবরীরা। শিশু জোবায়ের ওই ইউনিয়নের জামসাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশে থাকা গড়াই নদীতে তীরে খেলা করছিলো শিশু জোবায়ের এবং হঠাৎ করে নদীর পানিতে পড়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা নদীতে অনেক খোঁজা-খুজি করে শিশুটিকে না পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুরবীদল স্থানীয়দের সাহায্যে উদ্ধার কাজ শুরু করেছে কিন্তু বিকেল ৩টা পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। তবে উদ্ধার কাজ অব্যহত রয়েছে।

বালিয়াকান্দি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দীপন কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।