বিএনপির অর্থনৈতিক সম্পাদক কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি খালেদ হোসেন মাহবুবকে একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মাসুদ পারভেজ তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, গত ২০১৫ সালে ১৮ জানুয়ারি সদর থানায় দায়ের হওয়া পুলিশের উপর হামলা ও বিস্ফোরক মামলায় অস্থায়ী জামিনে থাকা বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুবের রোববার আদালতে হাজিরার দিন নির্ধারণ ছিল। তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

তিনি আরও বলেন, আজকে মামলার বাদীসহ ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। পরে ১৫/২০ দিন আগে নেয়া খালেদ হোসেন মাহবুবেরর অস্থায়ী জামিন বাতিল করেন বিচারক।

তবে খালেদ হোসেন মাহবুব ছাড়া এ মামলার বাকি ৬৫ জন আসামির জামিন বহাল রয়েছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এর আগে তিনি উপ-নির্বাচনে এ আসন থেকে অংশ নিয়েছিলেন।

আজিজুল সঞ্চয়/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।