বাগেরহাটে বাস ধর্মঘট প্রত্যাহার
বাগেরহাটে বাসে মাদক সেবন ও যন্ত্রাংশ চুরিতে বাধা দেয়ায় শ্রমিকদের মারধরের প্রতিবাদে ডাকা বাস ধর্মঘট ছয় ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছে শ্রমিক ইউনিয়ন।
বুধবার সকালে আকস্মিকভাবে বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট শুরু করে। তবে দূরপাল্লার পরিবহন ধর্মঘটের আওতামুক্ত ছিল।
দুপুর ১টার দিকে বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে প্রশাসনের সঙ্গে আলোচনা ছাড়াই ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
এর আগে মঙ্গলবার রাতে বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন আকস্মিক এক সভা করে এ ধর্মঘটের ঘোষণা দেয়।
এতে বাগেরহাট-সোনাডাঙ্গা, বাগেরহাট-পিরোজপুর, বাগেরহাট-শরণখোলা এবং বাগেরহাট-রুপসা চারটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বাগেরহাট বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাসুম মোল্লা ওরফে ছোট বাবু মাসুম বলেন, কয়েকদিন আগে বাগেরহাট রুটের সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে স্থানীয় এক শ্রমিক মাদক সেবন করছিল। বাসের চালক তাকে বাধা দিলে ওই মাদকসেবী তার অনুসারীদের সঙ্গে নিয়ে বাস চালককে মারধর করে। বিষয়টি বাস মালিক সমিতি এবং প্রশাসনকে জানালে তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা বিচার না পেয়ে বাধ্য হয়ে চারটি রুটে বাস চলাচল বন্ধ করে দেই। তবে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে দুপুরে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি আমরা।
বাগেরহাট বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আবু বক্কর বলেন, ধর্মঘটের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েন। যাত্রীদের দুর্ভোগ কমাতে আমরা নিজেরা বসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। এখন সব রুটেই বাস চলছে।
শওকত আলী বাবু/এএম/জেআইএম