মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৩ অক্টোবর ২০১৮

মাদারীপুরে মাদক মামলায় তুহিন শরীফ (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমানিত না হওয়ায় শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে খালাস দেয়া হয়।

বুধবার দুপুর ১টার দিকে আসামির উপস্থিতিতে আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এই রায় দেন।

মামলার অভিযোগ, ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ির গাজিরচর এলাকা থেকে ৩৫ বোতল ফেসসিডিল তুহিন শরীফকে আটক করে র‌্যাব। এসময় তার সঙ্গে আরও তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় এক আসামির সম্পৃক্ততা না থাকায় দুইজনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। পরে র্দীঘ শুনানি শেষ বুধবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ তুহিন শরীফকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি আসামি শাহাবুদ্দিনকে খালাস দেন।

এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. এমরান লতিফ বলেন, মাদকের মামলায় একজনকে যাবজ্জীবন ও বাকি একজনকে খালাস দিয়েছে। আসামিপক্ষ রায়ে সন্তোষ না হলে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

এ কে এম নাসিরুল হক/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।