পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৪ অক্টোবর ২০১৮

মাদারীপুর শিবচর উপজেলায় পানিতে ডুবে আরিফ (৫) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃস্পতিবার সকালে শিবচর পৌরসভার কেরানীবাট এলাকায় এ ঘটনা ঘটে।

আরিফ ফরিদপুরের সুন্দরপাশা গ্রামের আব্দুল মালেকের ছেলে। আরিফের মা পৌরসভার কেরানীবাট এলাকার ইমান গোমস্তার বাড়ির গৃহকর্মী।

স্থানীয়রা জানায়, সকালে শিবচর পৌরসভার কেরানীবাট এলাকায় আরিফসহ কয়েকটি শিশু বতে সঙ্গে খেলাধুলা করছিল। প্রায় ঘণ্টা পার হলেও আরিফকে আশেপাশে না দেখে আরিফের মা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পাশের পুকুরে প্রায় ঘণ্টা খানেক খোঁজাখুজির পর আরিফকে পুকুরে ডুবন্ত অবস্থা পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ কে এম নাসিরুল হক/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।