বাঁচানো গেলো না জবি ছাত্র হাসানকে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৫ অক্টোবর ২০১৮

ক্যান্সারে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মোকলেছুর রহমান হাসান (২৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসান সাতক্ষীরা শহরের সরকার পাড়া এলাকার কাজী এনামুল হকের ছেলে।

হাসানের বাবা কাজী এনামুল হক বলেন, ছোটবেলা থেকেই একটু দুষ্টু প্রকৃতির ছিল হাসান, তবে সে অনেক মেধাবী। এসএসসি ও এইচএসসিতে ভালো রেজাল্ট করে। এরপর সাতক্ষীরা ছেড়ে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১৩ সালে ভর্তি হয়। মাঝে মধ্যে বলতো পেটে ব্যাথা করছে তবে বিষয়টিকে কেউ গুরুত্ব দিয়ে দেখিনি। তাছাড়া সে খুব বেশি খাওয়া-দাওয়া করতো না। গত দুই বছর আগে ডাক্তার দেখানোর পর জানা যায় হাসান ক্যানসারে আক্রান্ত।

তিনি আরও বলেন, ক্যানসার ধরা পড়ার পর হাসানকে ঢাকা ও ভারতের বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয়েছে তবে কোনো সুফল হয়নি। অবশেষে আজ মারা গেছে হাসান। প্রথম দিকে গুরুত্ব দিলে হয়তো এমন অবস্থা দেখতে হতো না।

হাসানের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তার সহপাঠিরা। যারা হাসানকে সুস্থ করার জন্য রীতিমত যুদ্ধ করেছেন। বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে গত দেড় বছর যাবৎ চিকিৎসা চালিয়েছেন। হাসানকে সুস্থ করতে না পারার ব্যর্থতা ও কষ্ট তাদের চোখে মুখে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাসানের বন্ধু অরুপ সরকার জানান, মৃত্যুর শেষ কয়েক প্রতিদিন ৫ হাজার টাকা করে স্যালাইন ও ওষুধ লেগেছে। সেটিও আমরা বিভিন্নভাবে জোগাড় করেছি। হাসান বাঁচতে চেয়েছিল। আমরাও সর্বাতত্মক চেষ্টা করেছি। কিন্তু মৃত্যুর কাছে হেরে গেছি আমরা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন হাসান।

ডা. মো. মনোয়ার হোসেন বলেন, হাসানকে প্রথমদিকে অপারেশনের কথা বলেছিলাম কিন্তু রাজি হয়নি। পরবর্তীতে ক্যামোথেরাপি দেয়া হয়। লিভার একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। যা চিকিৎসাসেবার আওতার বাইরে চলে যায়। তার পরিবারকে আগেই সব জানানো হয়েছিল।

আকরামুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।