দৌলতপুরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:০২ পিএম, ০৫ অক্টোবর ২০১৮

কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে মিজান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার দুপুরে উপজেলার শশীধরপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মিজান শশীধরপুর গ্রামের মৃত আবুল মালিথার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শশীধরপুর গ্রামের আবু আফফান ও গনির সঙ্গে একই গ্রামের মিজানের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ এবং আদালতে মামলা চলে আসছিল। মিজান আদালত থেকে তার পক্ষে রায়ও পেয়েছেন। আদালতের রায় পেয়ে শুক্রবার দুপুরে আফফান ও গনির দখলে থাকা জমি মিজান তার লোকজন নিয়ে দখল করতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয়পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের আহত ১১ জনকে উদ্ধার করে দৌলতপুর ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মিজান কুষ্টিয়া হাসপাতালে মারা যান।

সংঘর্ষে আহতদের মধ্যে শুকুর মালিথা, সম্রাট মালিথা, সীমাজুল, ইমাদুল, মিরাজ, সাবু ও অন্তর কুষ্টিয়া হাসপাতালে এবং সজিব দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে মিজান নামে একজন নিহত হয়েছেন।

আল-মামুন সাগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।