সিরাজগঞ্জে রাতভর চলছে অশ্লীল নাচ, গান ও জুয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:০২ পিএম, ০৬ অক্টোবর ২০১৮

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় চার বছর বন্ধা থাকার পর আবারও অশ্লীল নৃত্য (ভ্যারাইটি শো) ও জুয়ার আসর শুরু হয়েছে। এবার স্থল ইউনিয়ন যমুনার চর বাইশবাড়িতে এসব অবৈধ আসর বসেছে। রাতভর অশ্লীলতা আর সজোরে বাজানো মাইকের কারণে এলাকার শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে।

গত পাঁচ দিন ধরে চলা অসামাজিক এই আসর বন্ধে থানা পুলিশ কার্যকরী ব্যবস্থা না নিয়ে নিরব থাকায় প্রশাসনকে এ কাজের সহযোগী হিসেবে আখ্যা দিয়েছে এলাকাবাসী। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, এবিষয়ে পুলিশের জানা ছিলো না।

স্থানীয়দের অভিযোগ, গত ৪ বছর ধরে স্থল ইউনিয়নের কোথাও এমন অশ্লীলতা চলেনি। হঠাৎ গত চার দিন ধরে উন্মুক্তভাবেই সারা দিন প্রচারণা চালিয়ে রাতভর চলছে অশ্লীল নৃত্য। বর্তমানে মূল আয়োজন লাখ-লাখ টাকার রমরমা জুয়ার আসরের পাশাপাশি চলছে রাতভর মদ, গাঁজাসহ বিভিন্ন রকমের মাদকের ব্যবসা। শুধু তাই নয় নৃত্যরত নারীদের গান, বাদ্য-বাজনা সজোরে মাইকে প্রচার করায় সামনে বার্ষিক পরীক্ষায় প্রস্তুতি নেয়া শিক্ষার্থীদের নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এদিকে যুবক ও ছাত্র সমাজ অধপতনের দিকে যাচ্ছে। কিন্তু থানা পুলিশি এবিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এনায়েতপুর থানার স্থল ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, আমার ইউনিয়নের বাইশবাড়ি চরে শুকুর ব্যাপারী ওরফে শুকুর জুয়ারুর নেতৃত্বে একটি চক্র নিষিদ্ধ অশ্লীল নৃত্য (ভ্যারাইটি শো) ও রমরমা জুয়ার আসর চালিয়ে আসছে। যা গত বৃহস্পতিবার রাত মিলে ৪ দিন অতিবাহিত হচ্ছে। স্থানীয়রা আমাকে নানাভাবে অভিযোগ দেয়ায় আয়োজকদের বন্ধ করতে বলেছি। কিন্তু তারা শোনেনি।

এ বিষয়ে এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, আমরা বিষয়টি এই মাত্র জেনেছি। জুয়ার আসর বন্ধে কার্যকরি ব্যবস্থা নেয়া হবে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।