উন্নয়ন মেলায় গাইতে এসে হামলার শিকার চিশতি বাউল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০৭ অক্টোবর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রদের তোপের মুখে পড়েছেন ‘যদি থাকে নসিবে’ খ্যাত বাউল শিল্পী শামসুল হক চিশতি ওরফে চিশতি বাউল।

শনিবার রাত ৮টার দিকে জেলা শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের উন্নয়ন মেলায় গান গাইতে এসে তোপের মুখে পড়েন তিনি। এ ঘটনায় মাদরাসা ছাত্ররা মেলার মঞ্চ ও চিশতি বাউলের গাড়ি ভাঙচুর করেন। চিশতি বাউল নিজেও হামলার শিকার হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে উন্নয়ন মেলার মঞ্চে সঙ্গীত পরিবেশন করার সময় ইসলাম ধর্ম নিয়ে গানের কথা মিলিয়ে বক্তব্য দেন চিশতি বাউল। বিষয়টি জানতে পেরে শহরের কান্দিপাড়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার ছাত্ররা শহরে বিক্ষোভ শুরু করেন। পরে তারা স্টেডিয়ামে গিয়ে মেলার মঞ্চ ও মাইক ভাঙচুর করেন।

Chisty-Baul

এছাড়া চিশতি বাউল তার গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় তার ওপরও হামলা করেন বিক্ষুব্ধ ছাত্ররা। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিশতি বাউলকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিজের বক্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়ে চিশতি বাউল সাংবাদিকদের বলেন, অসুস্থতার কারণে আমার কথা এলোমেলো হয়ে গেছে। আমি এ ঘটনার জন্য অনুতপ্ত।

এদিকে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে রাতেই জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় ছাত্র-শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন জেলার পুলিশ সুপার মো. আনোয়ার খান।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, একটি গানকে কেন্দ্র করে মাদরাসা ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছিলেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।