সবজির বস্তায় ২০৮ বোতল ফেনসিডিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:২০ পিএম, ০৮ অক্টোবর ২০১৮

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে সবজির বস্তা থেকে ২০৮ বোতল ফেনসিডিলসহ দুই যবুককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার ভোরে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন-রাজশাহী জেলার কাকনহাট থানার হুটকিপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে টনি (২৩) ও গোদাগাড়ী থানার বালিয়াডাঙ্গা এলাকার শাহাবুলের ছেলে আরিফ (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সাইটবক্সে থাকা সবজির বস্তা থেকে ২০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় দৌড়ে পালানোর সময় দুজনকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তারা ফেনসিডিল পাচারের বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আব্দুল কাদের জিলানী।

ইউসুফ দেওয়ান রাজু/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।