রোকসানাকে হত্যা, দুই পরিকল্পনাকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০৮ অক্টোবর ২০১৮

সিরাজগঞ্জের তাড়াশে শারীরিক প্রতিবন্ধী রোকসানা খাতুন হত্যার ঘটনায় দুই পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই)।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান।

গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দিঘুরিয়া জিআরপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল আজিজ ও একই গ্রামের একাধিক হত্যা মামলার আসামি আকবর আলী। নিহত রোকসানা দিঘুরিয়া জিআরপাড়া গ্রামের মৃত তয়জাল প্রামাণিকের মেয়ে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান বলেন, অন্যকে ফাঁসানোর জন্য প্রতিবন্ধী রোকসানাকে হত্যার পরিকল্পনা করে আব্দুল আজিজ ও আকবর আলী। এই হত্যার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহত রোকসানা তার ভাই রেজাউল করিমের বাড়িতে থাকতেন। গত ১৪ সেপ্টেম্বর রাতে তিনি নিজ ঘরে ঘুমাতে যান। রাতে পাশের ঘরে থাকা তার ভাই-ভাবি চিৎকার শুনে বাইরে আসার চেষ্টা করেন। কিন্তু তাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় বেরোতে দেরি হয়। বেশ কিছুক্ষণ পর বিকল্প চেষ্টায় ভাই-ভাবি বাইরে বের হন এবং রোকসানাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোকসানার মৃতদেহ উদ্ধার করে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।