কচুয়ায় পরিত্যক্ত টয়লেট থেকে ১৯টি ককটেল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:০১ পিএম, ১০ অক্টোবর ২০১৮

কচুয়ার গুলবাহার ইউনিয়নের ভূমি অফিসের পরিত্যক্ত টয়লেট থেকে ১৯টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এগুলো উদ্ধার করা হয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে পরিস্থিতি অশান্ত করতে ককটেলগুলো আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে রায়ের পূর্বেই ওই পুরাতন ভবনে শ্রমিকরা কাজ করতে এলে ভবনের ইট পড়ে একটি ককটেল বিস্ফোরণ হয়। এরপর পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার করে।

কচুয়া থানা পুলিশের এসআই মো. ছাদেকুর রহমান জাগো নিউজকে জানান, খবর পেয়ে সকাল ১০টা ২০ মিনিটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইউনিয়ন ভূমি কার্যালয়ের টয়লেট থেকে ককটেলগুলো জব্দ করে সেগুলো থানায় নিয়ে আসা হয়।

গুলবাহার ইউনিয়নের ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মো. নুরুল ইসলাম সোহাগ জাগো নিউজকে বলেন, নতুন ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু হওয়ায় অফিসের মালামাল পার্শ্ববর্তী একটি রুমে স্থানান্তর করা হয়। খবর পেয়ে দ্রুত অফিসে আসি। তবে কে বা কারা এগুলো এখানে রেখেছে তা আমাদের জানা নেই।

শ্রমিক বিল্লাল হোসেন জাগো নিউজকে জানান, সকালে পুরাতন ভবন ভাঙার কাজ করার জন্য উপরে ছাদের মালামাল ভেঙে নিচে পড়লে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। এসময় ককটেলের বিকট আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়লে লোকজন এসে ভিড় জমায়।

কচুয়া থানা পুলিশের ওসি মো. আতাউর রহমান ভূইয়া জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১৯টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে অধিকতর তদন্ত চলছে।

ইকরাম চৌধুরী/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।