খুলনায় ২৪২টি আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় তিতলির কারণে আবহাওয়া দপ্তর মোংলা ও পায়রা বন্দরকে চার নম্বর সংকেত দেখাতে বলেছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় খুলনায় ২৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিমও। খুলনা জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।
ঘূর্ণিঝড় তিতলির কারণে বুধবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় খুলনা জেলায় ২৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা ও উপজেলায় মেডিকেল টিমের সদস্যরা প্রস্তুত আছে। ফায়ার সার্ভিসের সদস্য, সরকারি, বেসরকারি সংস্থার সেচ্ছাসেবকরা সর্তকবস্থায় আছে। জেলা ও উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। খুলনা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ০৪১-৭২০৩৬৯।
সভায় জরুরি পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় সরকারি বেসরকারি দপ্তরগুলো তাদের প্রস্তুতির চিত্র তুলে ধরে। যেকোনো সম্ভাব্য দুর্যোগে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে উদ্ধার কার্যক্রম, ক্ষয়ক্ষতি হ্রাস, ত্রাণ ও পুনর্বাসনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে সভায় আহ্বান জানানো হয়।
সভায় খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) জিয়াউর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলমগীর হান্নান/এমএএস/এমএস