প্রাইভেটকার খালে পড়ে চালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:২৫ পিএম, ১১ অক্টোবর ২০১৮

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে চালকসহ দুই জন নিহত হয়েছেন।

বুধবার রাতে কোনো এক সময় ওই ইউনিয়নের শ্যামসুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে এবং বৃহস্পতিবার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মানিকগঞ্জের নবগ্রাম এলাকার হাসেম মোল্লার ছেলে গাড়ির চালক মনির আহম্মেদ (৩২) ও টাঙ্গাইলের মির্জাপুর এলাকার সরজাল কাজীর ছেলে যাত্রী রিপন কাজী (৩০)।

জানা যায়, ঢাকা থেকে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লারীবাড়ী এলাকায় রিপন কাজী তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। তাদের গাড়িটি কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালীয়া ইউনিয়নের শ্যামসুন্দরপুর ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুইজনেরই নিহত হন।

কালুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, রাতের কোনো এক সময় বোয়ালিয়া ইউনিয়নের শ্যামসুন্দরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খালে পড়ে যায়। পড়ে ভোরে বিষয়টি জানাজানি হয়। সকালে পুলিশ গাড়ির মধ্যে থেকে চালক ও যাত্রীর মরদেহ উদ্ধার করে। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে ধারণা করা হচ্ছে।

রুবেলুর রহমান/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।