মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ছাত্রকে চাপা দিলো নছিমন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

মাদারীপুরের শিবচর উপজেলায় নছিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র রুহুল (২৫) নিহত হয়েছেন। নিহত রুহুল বহেরাতলা উত্তর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের করম আলী আকনের ছেলে।

বুধবার সকালে উপজেলার পাওয়ার হাউস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে রুহুল আকন ও তার সহপাঠী মোটরসাইকেল যোগে শিবচর আসছিল। পথে শিবচর পাওয়ার হাউস মোড় এলাকায় পেছনে থাকা একটি নছিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় রুহুল মোটরসাইকেল থেকে পড়ে গেলে নছিমনটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় রুহুলকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, নছিমনের ধাক্কায় রুহুল আকন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ কে এম নাসিরুল হক/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।