বাড়িতে ঢুকে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১৮ অক্টোবর ২০১৮

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নসাশন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন দেওয়ানকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত পৌনে ২টার দিকে উপজেলার নশাসন ইউনিয়নের সাওরা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় জসিম উদ্দিনকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয় চিকিৎসকরা। আহত জসিম উদ্দিন দেওয়ান উপজেলার নশাসন ইউনিয়নের সাওরা গ্রামের মৃত ইদ্রিস দেওয়ানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নশাসন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন মোল্লা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার। সেই নির্বাচনে বাবুল মোল্লাকে সমর্থন দেয় জসিম উদ্দিন দেওয়ান। সেই থেকে জসিম উদ্দিন দেওয়ানের সঙ্গে দেলোয়ার হোসেন তালুকদারের বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিক মামলা-হামলার ঘটনা ঘটে।

সেই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে জসিম উদ্দিন দেওয়ানের বাড়ির গেটের তালা ভেঙে ১৫-১৭ জন লোক ঘরের ভেতরে প্রবেশ করে। শব্দ পেয়ে জসিম উদ্দিনের ভাড়াটিয়া মফিজ মল্লিক এগিয়ে গেলে তাকে কুপিয়ে জখম করা হয়।

মফিজের চিৎকারে জসিম উদ্দিন দেওয়ান এগিয়ে এলে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ছয়টি আঘাত করে দুর্বৃত্তরা। তখন প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

জসিম উদ্দিন দেওয়ানের শ্যালক জুয়েল হাওলাদার বলেন, ইউপি নির্বাচন নিয়ে আমার দুলা ভাইয়ের সঙ্গে নশাসন ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের দ্বন্দ্ব চলছিল। বুধবার রাতে দেলোয়ার হোসেন তালুকদার লোকজন নিয়ে আমার দুলা ভাইকে কুপিয়ে জখম করে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নশাসন ইউপি সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার বলেন, আমার কোনো লোক জসিম দেওয়ানের ওপর হামলা করেনি। এটি একটি চুরির ঘটনা বলে আমরা শুনেছি। পূর্ব-শত্রুতার কারণে সামাজিকভাবে হেয় করার জন্য আমাকে এ ঘটনায় জড়ানো হচ্ছে।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। পুলিশের তদন্ত চলছে, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

মো. ছগির হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।