কিসের আবার জাতীয় ঐক্য?

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২০ অক্টোবর ২০১৮

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, শেখ হাসিনা আছেন বলেই সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হচ্ছে।

জাতীয় ঐক্যফ্রন্টের সমালোচনা করে শাজাহান খান বলেন, কিসের আবার জাতীয় ঐক্য? জাতীয় ঐক্য হবে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যারা জাতীয় ঐক্য গড়বেন তারা আসলেই স্বাধীনতা বিরোধী।

মাদারীপুরের রাজৈর উপজেলা সদরের বেপারীপাড়ায় শনিবার দুপুরে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নৌমন্ত্রী বলেন, সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। দলছুট ড. কামাল হোসেন স্বাধীনতা বিরোধী কিছু লোক নিয়ে ঐক্য করেছেন। এসব লোক নিয়ে জাতীয় ঐক্য হয় না। জাতিকে বিভ্রান্ত করতেই এই ঐক্যজোট গঠন করা হয়েছে।

রাজৈর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, রাজৈর উপজেলা পরিষদের চেয়াম্যান শাহজাহান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেলব মিয়া প্রমুখ।

একে এম নাসিরুল হক/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।