রামগতিতে ভিজিএফের চাল উদ্ধারের ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২১ অক্টোবর ২০১৮

লক্ষ্মীপুরের রামগতিতে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ২২ বস্তা চাল উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলা খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী শামছুল বাহার বাদী হয়ে শনিবার রাতে রামগতি থানায় এ মামলা করেন।

মামলায় ব্যবসায়ী জামাল উদ্দিন ও আবুল কালামসহ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়। এদিকে এ ঘটনায় গ্রেফতার ব্যবসায়ী জামালকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ইলিশের ভরা প্রজনন মৌসুম হওয়ায় ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ সময়ে মাছ শিকার থেকে বিরত থাকায় জেলেদের সহায়তার জন্য প্রতি জেলেকে ২০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়। গত শনিবার সকালে বরাদ্দকৃত ওই চালের ২২ বস্তা উপজেলা সদর আলেকজান্ডার বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিনের দোকানঘর থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় জামালকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ওই চাল আবুল কালাম নামে এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন বলে স্বীকার করেন।

এ বিষয়ে রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, এ ঘটনায় জামাল উদ্দিনকে মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

কাজল কায়েস/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।