নড়াইলেও ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৪ অক্টোবর ২০১৮

নড়াইলের সদর আমলি আদালতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় বুধবার দুপুরে নড়াইলের স্থানীয় দৈনিক বিডি খবর পত্রিকার নিজস্ব প্রতিনিধি মিলি খানম এ মামলা করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৬ অক্টোবর (মঙ্গলবার) রাতে ৭১টিভির টকশোতে মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় মামলার বাদী নড়াইলে বিডি খবরের নিজস্ব প্রতিনিধি মিলি খানম মারাত্মকভাবে ক্ষুব্ধ ও মর্মাহত হন।

মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সমগ্র নারী সাংবাদিকদের কলঙ্কিত করা হয়েছে। এ কারণে মিলি খানম বাদী হয়ে দুপুরে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে নড়াইল সদর আমলী আদালতে মামলাটি করেন।

নড়াইল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ বলেন, মামলাটি দায়েরের পর বিচারক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এর আগে বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

হাফিজুল নিলু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।